বিএনপি’র যুগ্ম মহাসচিব সোহেল আটক

SHARE

sohel_124508ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ ফেব্রুয়ারি :  বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে মালিবাগের একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে বলে দাবি করেছে পরিবার।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।  তবে কখন কোথায় থেকে আটক করেছে তা নিশ্চিত নন বলেও জানান তিনি।

এর আগে গতকাল সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন।  সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে মঙ্গলবার ভোর সোয়া ৪টায় ঢাকায় ফেরেন খালেদা জিয়া।

গত ৩০ জানুয়ারি আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ৩ টি মামলারই আসামি সোহেল। এছাড়া ছাত্রদলের সাবেক এই সভাপতির বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে।  তবে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার রায়কে ঘিরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার চলছে বলে দাবি করেছে দলটি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটা তাদের স্বাভাবিক অভিযান। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা দিন ধার্য আছে। নেতিবাচক রায় আসতে পারে এমন আশঙ্কা বিএনপি নেতাকর্মীদের। রায়কে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।

উল্লেখ্য, ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ প্রায় দেড়শ মামলা রয়েছে।  দীর্ঘ সময় কারাবাসের পর কয়েক মাস আগে তিনি সবগুলো মামলায় জামিন লাভ করেন।