যাত্রাবাড়ী শেখদিতে হিজড়াদের অত্যাচারে ২১ দিনের বাচ্চা মৃত্যুর সাথে লড়ছে

SHARE

hizraওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আবু হানিফ শিপন/রুবেল আহাম্মেদ,৩১ জানুয়ারি : রাজধানীর যাত্রাবাড়ী শেখদী এলাকায় মনিরুল হক সরকারের বাড়ীর বাড়াটিয়া মিল্লাত মিয়ার ঘড়ে ঢুকে আজ তাহার নবাগত ২১ দিনের বাচ্চা আয়াশকে বালতির পানিতে চুবিয়ে রাখে হিজড়া ঝড়না ও মৌসুমী গ্রুপের প্রায় ৫/৬ জন। ঘটনার বিবরনে প্রকাশ,প্রায় সাপ্তাহ খানিক পূর্বে ঝড়না ও মৌসুমী হিজড়ার গ্রুপ মোঃ মিল্লাত মিয়ার ঘড়ে ঢুকে পিস্তলের মুখে তাহার নবাগত ২১ দিনের সন্তান আয়াশকে পাঁচ হাজার টাকার জন্য জিম্মি করে ফেলে। আয়াশ মিয়ার পিতা মোঃ মিল্লাত মিয়া আজ বিকালে পাঁচ হাজার টাকা দিবে তাদেরকে কথা দেয়। হিজড়া ঝড়না ও মৌসুমী ৫ জনের একটি গ্রুপ মোঃ মিল্লাত মিয়ার ঘড়ে ঢুকে। তখন তাহার স্ত্রী মুক্তা বেগম ঘড়ে বাচ্চা নিয়া অবস্থান করছিল। হিজড়ারা ঘড়ে ঢুকে পাঁচ হাজার টাকা দাবি করে। মা মুক্তা বেগম বাকপ্রতিবন্দি হওয়ায় তাহাদেরকে বুঝাতে অসুবিধা হয়। হিজড়ারা ক্ষিপ্ত হয়ে বাচ্চাটিকে বালতির পানিতে চুবিয়ে রাখে। বাচ্চাটি মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে বুঝতে পারায় হিজড়ারা ঘড় ত্যাগ করে। এলাবাসী ঘটনাটি জানার পর,বাচ্চাটিকে উদ্ধার করে হ্যালথ কেয়ার পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়া চিকিৎসা করে। পুলিশ সংবাদ পেয়ে ৫জন হিজড়াকে ঘটনাস্থাল থেকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানাতে নিয়ে যায়। রিপোর্ট লিখা পর্যন্ত মামলা করার কোন সংবাদ পাওয়া যায়নি।