বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট: কাদের

SHARE

kaderওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩০ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট।’

গতকাল সোমবার রাজধানীর ধানমণ্ডিতে (ঢাকা-১০ নির্বাচনী এলাকা) আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আদালতের রায়ের আগেই গোপনে তড়িঘড়ি করে গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি।’

সেতুমন্ত্রী বলেন, ‘মামলা ও হামলার ভয়ে আজকে বিএনপি তাঁদের সংবিধান পরিবর্তন করে ফেলেছে। কি অদ্ভূত তাদের গঠনতন্ত্র। ঘরেই যাদের গণতন্ত্র নেই, তাঁরা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?’

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে।’ তিনি আরো বলেন, ‘যদি বেগম জিয়া দণ্ডিত হয়ে যান অথবা দুর্নীতির মামলায় সাজা পান এবং সে কারণে সরকারি দল যাতে দল ভাঙতে না পারে সেজন্য ৭ ধারা নির্বাসনে চলে গেছে। ফখরুল সাহেব, বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, বিএনপিকে ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট।’

এদিকে জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচন শীর্ষক এক আলোচনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘রায়কে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, এ তো হতে পারে  না। এ সমস্ত বক্তব্য দিয়ে মনে হয় যে আসলে অপরাধগুলো আপনারা করেছেন, অপরাধ করার কারণে আপনাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা আছে, ভয় আছে, শঙ্কা আছে।’

এছাড়া, মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য সংগ্রহ এবং সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপি যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতা-কর্মীদের রাজপথ দখলে রাখার আহ্বান জানান সাঈদ খোকন।