আজ রাতে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া

SHARE
khaleda._122946ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৮ জানুয়ারি :  জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করার পর এবার ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে পরামর্শ করতে বসছেন খালেদা জিয়া। আজ রবিবার রাত সাড়ে ৮টায় গুলশানে তাদের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মিথ্যা মামলার রায়ের তারিখ ঘোষণায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে রাতে এ বৈঠক ডেকেছেন আমাদের চেয়ারপারসন।’
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও প্রধান আলোচ্য বিষয় ছিল এ মামলার রায়।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের ওই মামলার প্রধান আসামি।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সে ক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও এ মামলার আসামি। মুদ্রা পাচারের দায়ে সাত বছর কারাদণ্ডের রায় মাথায় নিয়ে পালিয়ে আছেন দেশের বাইরে। এ মামলাতেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।