ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৪ জানুয়ারি : শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিককে গ্রেফতারের কারণ হিসেবে ঘুষ লেনদেনের কথা জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, তিন জনের বিরুদ্ধে প্রায় চার লাখ ৫০ হাজার টাকার ঘুষ লেনদেনের অভিযোগ ছিল যার ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাচ শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন এবং লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজনকে গতকাল আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ মো. নাসির উদ্দিনকে এক লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেফতার করে। পরে নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ থাকায় মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া গ্রেফতার করা হয় খালেদ হাসান মতিনকেও।