ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৩ জানুয়ারি : এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ রাখার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) বলা হবে। তাদের সঙ্গে আলাপ করেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও জানান, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টার আধা ঘণ্টা আগে অর্থাৎ ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীকে নিজ আসনে বসতে হবে। এরপরে কেউ এলে তাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
এ ছাড়া প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার ৩০ মিনিট আগে প্যাকেট খুলে তা বণ্টন করতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আগামী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা অনুষ্টিতহবে।