আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত : মতলবে ত্রাণ মন্ত্রী

SHARE

awamiligue_121354ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চাঁদপুর প্রতিনিধি,১৯ জানুয়ারি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) এমপি বলেন, আজকের জনসভাই প্রমাণ করে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত। উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগের দূর্গ গড়ে তুলতে হবে। আগামী জুন মাসের পূর্বেই এই দু’ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নের ধারাকে নৎসাত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। বিএনপি জামাতকে এ বাংলার মাটি থেকে হটাতে হবে। কোন অবস্থাতেই বিএনপি জামাতকে প্রশ্রয় দেয়া যাবে না।

গতকাল বৃহস্পতিবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে বহরী আড়ং বাজার মাঠে দ্বিতীয় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রীর সহধর্মিনী ও মতলব উত্তর ও মতলব দক্ষিণের মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা পারভীন চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব ওচমান গণি পাটওয়ারী, কেন্দ্র্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী (দীপু), মতলব উত্তর ও মতলব দক্ষিণের মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বিনা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী দাস তারা, সাধারণ সম্পাদক আছমা আক্তার আখি, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান  গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল, উপাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেমান প্রধান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আল-আমিন ফরাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন মুহাম্মদ কচি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পিন্টু সাহা।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন কানাই মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুছ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জজ, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম.এ হাসান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. শাহ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, উপজেলা কৃষকলীগের নেতা গোলাম হায়দার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রিপন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মাঈন উদ্দিন রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন হোসেন আকাশ, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন মৃধাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতেই বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে মিছিল সহকারে সমাবেশস্থলে যোগদান করেন। এক পর্যায়ে এ সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম এমপির হাতে নৌকা প্রতীক ও ফুলের তোড়া দিয়ে শতাধিক নেতাকর্মী নিয়ে উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির যুুগ্ম আহবায়ক আলহাজ্জ্ব মোঃ শাহ আলম প্রধান আওয়ামী লীগে যোগদান করেন। এদিকে, জনসভাস্থল মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে। নেতাকর্মীরা নৌকা প্রতীক নিয়ে জনসভায় যোগদান করেন।