ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ জানুয়ারি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি কোনো ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়নি। সকল প্রস্তুতি নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।
কমিশন আপিল করবে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘আদালত থেকে লিখিত আদেশ পাওয়ার পর কমিশন আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। আশা করি বিকেলের মধ্য রায়ের কপি পেয়ে যাবো।’
তিনি বলেন, এ পর্যন্ত মেয়র পদে ১৯, সাধারণ কাউন্সিলর পদে ৪১২ ও সংরক্ষিত পদের জন্য ৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদের কেউ এখনো মনোনয়ন জমা দেননি। মাত্র দুইজন সাধারণ কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছেন। পরবর্তীতে তফসিল পরিবর্তন হলেও যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের নতুন করে আর মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে না।
সচিব বলেন, স্থগিতাদেশ শুধু উত্তর সিটির। দক্ষিণের নির্বাচন কার্যক্রম চলতে কোনো বাধা নেই।