ডিএনসিসিতে আ.লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

SHARE
atikul-islam_121012ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ জানুয়ারি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে আতিকুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
সভা শেষে ওবায়দুল কাদের বলেন, ‘দুই জন নারীসহ মোট আঠারো জন মনোনয়নের জন্য আবেদন করেছেন। আমাদের কোনও প্রার্থীর যোগ্যতা কম নয়। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন। মনোনয়ন বোর্ডে সবার সম্মতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডিএনসিসি উপনির্বাচন। এই ভোটকে সামনে রেখে গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মনোনয়ন প্রত্যাশী ১৬ জন এটি সংগ্রহ করেছেন। দলটির নীতিনির্ধারকরা জানান, যে ক’জন মনোনয়নপত্র কিনেছেন তাদের মধ্যে আতিকুল ইসলাম ও এইচবিএম ইকবালের নাম ঘুরেফিরে আলোচনায় আসছিল।