চট্টগ্রামের লালদিঘী ময়দানে সদ্যপ্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় ওবায়দুল কাদের ‘আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি বিজয় ঠেকাতে পারবে না’

SHARE

quader_120623ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম প্রতিনিধি,১৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জনগণ খুশি হলেও বিএনপি হতাশ হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাষণ বিএনপির ভোট অনেক কমিয়ে দিয়েছে।’

গতকাল রবিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সদ্যপ্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অবর্তমানে সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের নেতাকর্মীদের কাছে ঐক্য চেয়েছেন।

ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে বলেন, আমি নেতাকর্মীদের কাছে একটি কথা বলব। আজ সকালে নেত্রীকে যখন বলেছি আমরা চট্টগ্রামে মহিউদ্দিন ভাইয়ের স্মরণসভায় এসেছি, তখন নেত্রী আমাকে বলেছেন, ‘চট্টগ্রামে গিয়ে শুধু একটা কথা বলবে। মহিউদ্দিন চৌধুরীর অবর্তমানে আমি চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে ঐক্য চাই।’

এসময় নেতাকর্মীদের হাত তুলে ঐক্যবদ্ধ থাকার ওয়াদা করান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন শক্তি চট্টগ্রামে আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না।

এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশে আজ চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন আর অর্জন হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই সংকটে আবারও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উৎপাটন করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আগামী নির্বাচনে তরুণ ও নারীরা হবে আওয়ামী লীগের ভোটের শক্তি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিউদ্দিনের সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।