লক্ষ্মীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আটক ৫

SHARE

Lakshmipur_Atok_News_PIC_09.01_.2018_ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,লক্ষীপুর প্রতিনিধি,১০ জানুয়ারি : লক্ষ্মীপুরে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগে ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন আকাশ, শাহাদাত, আলী রাজ, নাজির মোল্লা ও সেলিম। তারা সবাই আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য ও ঢাকার সাভার এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয় বেড়িরমাথা নামক এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, একটি প্রাইভেটকার যোগে ৫ জন ছিনতাইকারী ঘটনাস্থলে চালক সবুজের সিএনজি গতিরোধ করে। এসময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে সিএনজির চাবি নিয়ে মুখে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে সিএনজিটি নিয়ে যায় তারা। কিছুক্ষন পরে চালক বিষয়টি তার গাড়ীর মালিককে জানায়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করে।