ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ জানুয়ারী : জঙ্গি ও মাদক কোনটাই নির্মূল করা যায় নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ শনিবার (৬ জানুয়ারি) বেলা দেড়টায় পুলিশ সদর দফতরে একটি মিডিয়া সেন্টারের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন আইজিপি।
জঙ্গিবাদের ব্যাপারে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ একটি আসক্তি। তারা জান্নাতের স্বপ্ন দেখে অ্যাডিক্টেট (আসক্ত) হয়ে যায়।’
শহীদুল হক বলেন, ‘প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসছে। সমুদ্রে সীমান্তের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ কিলোমিটার। হাজার হাজার মৎস্যজীবী নৌকায় করে প্রতিদিন আসে। মাছের পেটে করে, সবজির মধ্য দিয়ে ইয়াবা নিয়ে আসে। এটা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশ অবস্থান জিরো টলারেন্স।’
আইজিপি আরও বলেন, ‘পুলিশের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। আমরা প্রতিনিয়ত আমাদের পুলিশ সদস্যদের ব্রিফ করি, যাতে তারা এসব বিষয়ে না জড়ায়।’
জঙ্গি মোকাবিলায় পুলিশের ঝুঁকি-কাজের মূল্যায়নের জন্যই এবার সবচেয়ে বেশি পুলিশ পদক দেওয়া হয়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ‘পদক দেওয়ার ক্ষেত্রে পুলিশ সদর দফতরের একটি হাই-লেভেল কমিটি রয়েছে। তারা মূল্যায়ন করে থাকে। গত বছর সারা দেশে ৩৫টি জঙ্গি আভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান অত্যন্ত ঝু্ঁকিপূর্ণ। পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাদের কাজের মূল্যায়ন করা হয়েছে। তাদের কাজের মূল্যায়ন না করা হলে, তারা কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবে।’