তালাবদ্ধ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে খালেদা

SHARE
zia_118321ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০২ জানুয়ারী :  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের তালাবদ্ধ মিলনায়তনের সামনে অনুষ্ঠিত সমাবেশ যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে আজ মঙ্গলবার বিকেলে সাড়ে চারটায় যোগ দেন তিনি।
সংগঠনটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী জানান, অডিটোরিয়াম কক্ষে এখনো তালা ঝুলছে। ম্যাডাম ইনস্টিটিউটের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
সমাবেশের সব প্রস্তুতি নিয়েও অনুমতি না পাওয়ায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বিক্ষোভ করছেন ছাত্রসমাবেশে আগত ছত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।
জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। ফলে ছাত্রসমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবেশের অনুমতি দিয়ে রাষ্ট্রপতির নিরাপত্তার অজুহাতে পরে তা বাতিল করা অগণতান্ত্রিক।
একপর্যায়ে খালেদা জিয়ার রওনার খবরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সামনে জড়ো হন। সেখানে সকাল থেকেই জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে হ্যান্ড মাইকে বক্তব্য দেন তারা।