আত্মগোপনে ছিলেন নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সৈকত!

SHARE

sikotওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম প্রতিনিধি,০২ জানুয়ারী : রাজধানী থেকে নিখোঁজ ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা নাইমুল ইসলাম ওরফে সৈকতকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি আত্মগোপন ছিলেন বলে পুলিশের দাবি।

গতকাল সোমবার চট্টগ্রামের হাটহাজারী থেকে উদ্ধার করা হয়েছে তাকে।

সোমবার তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বলেন, প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের হাটহাজারীতে নাইমুলের অবস্থান শনাক্ত করা হয়। তিনি সেখানে আড়াই হাজার টাকায় একটি ঘর ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। পরে গতকাল সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে তার পরিবারের দাবি, চট্টগ্রামে ঘুরতে গিয়ে তার ফোন বিকল হওয়ায় এ বিড়ম্বনা সৃষ্টি হয়।

এসআই বারেক বলেন, নাইমুল ইসলাম তার বন্ধু ও স্বজনদের কাছ থেকে ৩ শতাংশ সুদে ১ কোটি ৯০ লাখ টাকা ধার নেন। সেই টাকাই আবার ৪ শতাংশ সুদে আরেক ব্যাংক কর্মকর্তাকে ধার দেন। গত ২৬ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা ছিল নাইমুলের। কিন্তু তিনি যাকে টাকা ধার দিয়েছিলেন, ওই ব্যাংক কর্মকর্তা তাকে জানিয়ে দেন ২৬ ডিসেম্বরের মধ্যে তার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়। এরপরই পাওনাদারদের চাপ এড়াতে আত্মগোপন করেন নাইমুল।

নাইমুলের স্ত্রী তামান্না খান বলেন, ‘আসলে তিনি (নাইমুল) চট্টগ্রামে গিয়ে তার মোবাইল নষ্ট হয়ে যায়। তার কাছে অন্য কারও নম্বরও ছিল না। এ কারণে এ বিপত্তি তৈরি হয়। গতকাল সকালে তিনি বাড়ি ফিরে আসেন। পরে পুলিশ তাকে আদালতে নিয়ে যায়।’

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখার কর্মকর্তা নাইমুল ইসলাম গত ২৬ ডিসেম্বর নিখোঁজ হন বলে তার স্ত্রী তামান্না খান সাধারণ ডায়েরি (জিডি) করেন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায়।