ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৮ ডিসেম্বর : ঘন কুয়াশায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, ঘন কুয়াশায় ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।
তিনি জানান, কুয়াশার কারণে ইউএস বাংলার একটি আন্তর্জাতিক ফ্লাইট সকাল সোয়া ৭টায় ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম চলে যায়। সকাল ৯টার পর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ঢাকায় নামার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত তা নামতে পারেনি।
তিনি আরও বলেন, তবে বিমানের একটি ফ্লাইট কুয়ালামপুর থেকে ভোর ৪টায় শাহজালালে নেমেছে। ভোর ৩টা ৪৬ মিনিটে সাউদিয়ার একটি ফ্লাইট শাহজালাল ছেড়ে গেছে।
এদিকে কুয়াশার কারণে ভোর ৫টার পর ফ্লাইট বন্ধ থাকলেও সকাল ১০টার পর থেকে তা স্বাভাবিক হতে শুরু করে বলে জানান শাহজালাল বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক কর্মকর্তা এসএম ওয়াহিদুর রহমান।