জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৮ ডিসেম্বর : ঢাকার উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকালrupi বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুঠোফোন থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

জাল রুপি তৈরির ওই কারখানা থেকে ১০ লাখ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও কারখানা থেকে জাল রুপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।