রাজশাহী সীমান্তে ৩ বিএসএফ আটক

SHARE

bsfওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজশাহী ব্যুরো,২৫ ডিসেম্বর : গভীর রাতে কুয়াশার মধ্যে পথ ভুল করে বাংলাদেশে বাংলাদেশ সীমায় ঢুকে পড়ায় তিন সদস্যকে বিএসএফ আটক করেছে বিজিবি।

গতকাল রোববার গভীর রাতে রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ।

তিনি জানান, চোরাকারবারিদের তাড়া করে গভীর রাতে কুয়াশার মধ্যে পথ ভুল করে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছিল। এরা সবাই ভারতের মুর্শিদাবাদ সীমান্তের হাড়ূডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য।

ইতিমধ্যে বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হবে বলেও জানান তিনি।