বনপা’র উদ্যোগে শুরু হচ্ছে দেশব্যাপী ফ্রী সাংবাদিকতা প্রশিক্ষণ

SHARE

bonpaওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৭ ডিসেম্বর : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন – বনপা’র উদ্যোগে দেশ ব্যাপী  অনলাইন সম্পাদকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ  ও সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করা হবে যা শুরু হবে ডিসেম্বর ২০১৭ থেকে।

প্রাথমিক ভাবে প্রতিটি বিভাগে করা হবে। পরবর্তীতে জেলা শাখা গুলিতে অনুষ্ঠিত হবে।  প্রশিক্ষণ শেষে সবাই কে  ছবি যুক্ত সনদ দেওয়া হবে। বনপার সদস্য নিউজ পোর্টালের আবেদনকারীদের অগ্রাধিকার থাকবে সেই সাথে ১ম নিবন্ধন কারী থেকে সিরিয়াল অনুযায়ী তালিকা করা হবে।

আপনার নাম, পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি কপি,  নিউজ পোর্টালের নাম ও পদবী, মোবাইল নং, ইমেল সহ ঠিকানা।

আজই মেল করুন, বরাবর, সাধারণ সম্পাদক, বনপা। Email:   jt@bonpa.org

আহ্বানে-
শামসুল আলম স্বপন,
সভাপতি,
বনপা