ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার পর রাজশাহী আইএইচটি বন্ধ

SHARE
madical_114026ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজশাহী প্রতিনিধি,০৭ ডিসেম্বর :  ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার জেরে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুর ১টার মধ্যে ছাত্রদের এবং বিকেল ৩টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. সিরাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের উৎপাত ও নিরাপত্তার দাবিতে আইএইচটি’র ছাত্রীরা সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নেন। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করেন ক্ষুব্ধ ছাত্রীরা। এদিকে একই সময় ছাত্রীদের অভিযোগ মিথ্যা দাবি করে ছাত্রলীগের ওই শিক্ষা প্রতিষ্ঠান এবং বহিরাগত কিছু নেতাকর্মীরা পাশেই  অবস্থান নেন। পরে পুলিশ আন্দোলনরত ছাত্রীদের অধ্যক্ষের কক্ষ থেকে বের করে আনলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনজন ছাত্রী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।