ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ ডিসেম্বর : গতকাল ২রা ডিসেম্বর শনিবার মুজাফফর আলী হাইস্কুল এন্ড কলেজ প্রাংগনে অনুষ্ঠিত হলো মরহুম হাজী আব্দুল মজিদ মিয়া (বৃহত্তর বড়কান্দার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান) সাহেবের স্মরন সভা ও মিলাদ মাহফিল। ঊক্ত সভায় একালার সর্বস্তরের জনগন, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী, সুধী মহল সতস্ফুর্ত অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র স্কুল ও কলেজের সভাপতি শফিকুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনার কান্দারগাও নিবাসী ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন (অবঃ), প্রফেসর আমীর হোসেন, শিক্ষানুরাগী মোহাম্মদ নূরজ্জামান, জেলাপরিষদ সদস্য নাসিরুদ্দিন শিশির, সোনাকান্দা নিবাসী দাতা সদস্য মো নুরুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন এবং বিশিষ্ট সমাজ সেবক সেলিনা ইসলাম, । বক্তাগন মরহুমের বর্নাঢ্য জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন এবং তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।