ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০২ ডিসেম্বর : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তার মরদেহবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। এরপর মরদেহবাহী অ্যাম্বুলেন্স বনানীর ২৩ নম্বর রোডের বাসা অভিমুখে রওনা হয়। বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন।
রহুমের সঙ্গে তার স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা ও তানিশা ফারিয়াম্যান হক ও এক নাতনি রয়েছেন বলে বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা জানিয়েছেন।
বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আনিসুল হকের ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও সিটি করপোরেশনের কর্মকর্তারা আনিসুল হকের মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
এর আগে লন্ডন থেকে আনিসুল হকের মরদেহবাহী বিমানটি (বিজি-২০২) শনিবার বেলা বেলা ১১টা ২৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও মেয়র আনিসুল হক।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আনিসুল হকের মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি বাসায় নেওয়া হবে। সেখানে তিনি থাকবেন দুপুর তিনটা পর্যন্ত। তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা সেখানে তাকে শেষ বিদায় জানাবেন।
তারপর মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত সেখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আনিসুল হকের মরদেহ রাখা হবে।
সেখানেই বাদ আছর নামাজে জানাজা হবে। এরপর সন্ধ্যার আগেই বনানী কবরস্থানে মায়ের পাশে ও ছোট ছেলে শারাফের কবরে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সবাইকে মেয়র আনিসুল হকের জানাজায় অংশ নেওয়া এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে সবাইকে শান্ত ও ধৈর্যশীল হওয়ার অনুরোধ জানিয়েছে পরিবার।