ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ঝিকরগাছা(যশোর ) প্রতিনিধি : গতকাল ঝিকরগাছা নির্বাহী অফিসার মোঃজাহিদুল ইসলামের হস্তক্ষেপে পৌর সদরের পারবাজার এলাকার তেরো বছরের পাপিয়া নামের এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। পাপিয়া পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।পাপিয়ার বাডীতে বিয়ার ধুমধাম আয়োজন চলছিল এসময় উপজেলা নির্বাহী অফিসার সেখানে পৌঁছে বিয়া বন্ধ করে দেন। পরে পাপিয়ার পরিবারের পক্ষ থেকে বরপক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করতে আসতে নিষেধ করায় তারা আসেনি বলে জানা গেছে।
ঝিকরগাছা পৌরসভা থেকে ১৯ বছর বয়সের জন্ম নিবন্ধন দেয়া হয়েছে বলে পাপিয়ার পরিবার জানালেও তার সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় ঝিকরগাছা প্রেস কাবের সভাপতি খন্দকার বশীর আহম্মেদ, গদখালী ইউপির প্যানেল চেয়ারম্যান রিপার হোসেন, দারোগা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের ভূমিকায় ইতিমধ্যে বেশ কয়েকটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে ।