ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সবুজবাগ প্রতিনিধি,২২ নভেম্বর : রাজধানীর সবুজবাগ থেকে ২০ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ অভিযানের কথা বুধবার গণমাধ্যমকে জানানো হয়। তারা হলো—মনিরুল ইসলাম ও সাহাবুদ্দিন।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে জাল ব্যাংক নোট তৈরির পর সেগুলো বাজারজাত করে আসছিল। গোয়েন্দা তথ্যে বিষয়টি জানতে পেরে সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় অভিযান চালায় ডিবি (পূর্ব) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ দল। এ সময় ওই দুজনের কাছে জাল টাকা ছাড়াও পাওয়া যায় এক হাজার ও ৫০০ টাকার জাল নোট তৈরিতে ব্যবহৃত কাঠের স্ক্রিন, একটি প্রিন্টার ও বিভিন্ন রঙের ১৮টি কার্টিজ।
তারা আরও জানান, গ্রেফতার মনিরের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া ও সাহাবুদ্দিনের বরিশালের হিজলা থানার কালিকাপুর শিকদার বাড়ি এলাকায়। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে।
সূত্র : দৈনিক সমকাল