ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,এম এইচ বিপ্লব সিকদার,১২ নভেম্বর : কুমিল্লা মেঘনায় পারিবারিক কলহের জেরে জেঠাকে মারধর করলো ভাতিজা।বিচারের নামে ধামাচাপায় ক্ষুব্দ গ্রাম বাসী।ঘটনাটি উপজেলার দড়িকান্দি গ্রামে সংখ্যালঘু পড়িবারে ঘটে। সম্প্রতি দড়িকান্দি গ্রামের আনন্দ সূত্রধর আর সিদাম সুত্রধর দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির সিমানা ও ঘর উঠানো সহ নানা,বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো সম্প্রতি আনন্দ সুত্রধরের স্ত্রী ও সিদাম সুত্রধর ওতার স্ত্রী সহ ঘর নির্মান প্রসঙ্গ নিয়ে কথা কাটা কাটি, গাল মন্দ সহ শারীরিক নির্যাতনের ঘটনা চলাকালীন সময় সিদাম সুত্র ধরের স্ত্রী বাড়ির পাশে সেননগর বাজারে স্বর্নের দোকানে কর্মরত তার ছেলেকে তোর বাবাকে মারধর করতেছে বলে ডেকে আনে পরে আনন্দ সুত্রধর একই গ্রামে কাঠ মিস্ত্রীর কাজ শেষ করে মাত্র বাড়িতে আসার সাথে সাথে তার ভাতিজা আনন্দ(৫৫)কে কিল ঘুষি সহ শারীরিক নির্যাতন করে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামের হিন্দু সম্প্রদায়ের নিখিল বাবু, সুধির, লোকনাথ বাবু সহ হিন্দু সম্প্রদায়ের সিনিয়র মোড়লেরা,। জানা যায় তারা ঝগরা না মিটিয়ে তামাসা দেখে, পরিস্থিতি শান্ত হওয়ার পর বিচার করে দিবে বলে উভয় পক্ষকে।অন্যদিকে একই গ্রামের জুলহাস সিদামের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিদাম উত্তেজিত হয়ে জুলহাসকে গাল মন্দ, ঘুষ খাওয়ার অভিযোগ,জুতা পেটা করার কথা বলে লাঞ্চিত করে, পরে জুল হাস বিষয়টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের অনেককে জানায় তারা বলে শনিবার ১১ই নভেম্বর ওদের বিচার হবে তখন এক সাথে তোমার বিচার করা হবে।আকষ্মিক শুক্রবার রাতে গ্রামের মেম্বার সহ কয়েক জন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মোড়লরা (ঝগড়ায় উপস্থিতিরা)রাতের আধারে জুলহাসের বাড়িতে গিয়ে সিদাম ও তার ছেলেকে মাফ চাওয়ায়।পরদিন শনিবার পূর্বঘোষিত তারিখ অনুসারে সিদাম আর আনন্দ দুই ভাইদের বিষয় নিয়ে রাত ৯টার দিকে শালিষ বশে হাক ডাক দিয়ে। ঐ দুই পড়িবারের মধ্যে কোন ঝগড়া বা অভিযোগ হলে হিন্দু মোড়লরা তাদের উভয় কে পাচ হাজার করে জরিমানা করবে।