ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সাতক্ষীরা প্রতিনিধি,১১ নভেম্বর : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু নূরে আলম বাহিনীর প্রধান নূরে আলমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এর সদস্যরা।
সুন্দরবনের মালঞ্চ নদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
খুলনা র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সুন্দরবনের মালঞ্চ নদী এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যু নূরে আলম বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে গেলেও বাহিনী প্রধানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বনদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
বুধবার সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যু নূরে আলম বাহিনীর হাতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করে র্যাবের সদস্যরা।