ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,দাউদকান্দি প্রতিনিধি,০২ নভেম্বর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণলায় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মো: সুবিদ আলী ভূঁইয়া দাউদকান্দি ও মেঘনা উপজেলায় জেএসসি এবং জেডিসি পরীক্ষায় নিয়োজিত সকল পরীক্ষা পরিচালনাকারী সদস্যবৃন্দদের প্রতি সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পরীক্ষা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
পরীক্ষার পূর্বে এবং চলাকালীন সময় যে সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য বা প্রভাবশালী ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের নিয়ম ভঙ্গ করবে বা অসুদুপায় অবলম্বন করবে অথবা করার চেষ্টা করবে বা পরিকল্পনা করবে, তাদের বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি নির্দেশ প্রদান করেছেন।
তিনি নেপোলিয়ন বোনাপার্টের উদ্ধৃতি উল্লেখ্য করে বলেছেন, “তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। তিনি উল্লেখ্য করেন, ‘শিক্ষিত মা’ দেয়ার জন্য বর্তমান সরকার সকল প্রকার পদক্ষেপ নিয়েছে এবং এ লক্ষে কাজ করে যাচ্ছে। এই ‘শিক্ষিত মা’ যদি নকল করে শিক্ষিত হয়, তাহলে ‘শিক্ষিত জাতি’ পাওয়া যাবে না। জাতি ধ্বংসের দিকে পতিত হবে।
তিনি আরও উল্লেখ্য করেন, যে শিক্ষার্থী নকল করে পাশ করবে, সে জীবনে কিছুই করতে পারবে না। ভবিষৎ তার জন্য অন্ধকার। সে কোথাও চাকুরিতে যোগদান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। সারা জীবনের জন্য তাকে ‘বেকারত্ব’ অভিশাপের গ্লানি মাথায় নিয়ে বাঁচতে হবে।