ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নারায়নগঞ্জ প্রতিনিধি,১৩ আক্টোবর : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে একটি রিকশার গ্যারেজে সালিশ চলাকালে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা দুই যুবককে হত্যার পর ওই গ্যারেজের একটি রিকশায় আগুন ধরিয়ে দেওয়াসহ পাশের একটি তৈরি পোশাক কারখানায় লুটপাট চালিয়েছে।
নিহতরা হলেন, হলেন ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক কাশিপুরের মিলটন (২৫) ও তার কর্মচারী একই এলাকার পারভেজ (২৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কাশিপুরে রাজীবের রিকশা গ্যারেজে স্থানীয় একটি দ্বন্দ্বের বিষয়ে সালিশ বৈঠক বসে। সেই এমন সময় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মিল্টন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা করে। পরে সন্ত্রাসীরা রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে আধিপত্য ও সমবায় সমিতির অর্থ নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ঘটনায় ঘাতকদের শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।