ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,২২ আগস্ট : কুমিল্লা মেঘনা উপজেলার তালতুলীর গ্রামের নদীর পাড় হইতে অবৈধভাবে বালু কাটার সময় ৬ জনকে ভ্রাম্যমান আদালত গ্রেফতার করে ৬ মাস ও ৩ মাসের সাজা প্রদান করে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে মেঘনার নির্বাহী অফিসার আফরোজা পারভীরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মোসা ও মেঘনার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (তাজ) এর সাহসীকতায় ৬ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান এবং আবদুল রাফী ও শাহ পরান নামে ১২”ইঞ্জি সাইজের ২টি ড্রেজার আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়,মোঃ কবির (৩০), মো: সিদ্দিক (৪৩), মোঃ বরাত (২৬), মোঃ মহসীনকে (৩১) ৬ মাস ও মোঃ রুবেল (২০), মোঃ জুম্মনকে (২৫) ৩ মাসের সাজা প্রদান করা হয়। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ স্বপনের নেতৃত্বে প্রায় ১৫/১৬টি বালু কাটার ড্রেজার দিন রাত মেঘনা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে, সাপমারা,তালতুলী,রতনপুর গ্রামগুলির জমিগুলি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এই গ্রামগুলির মানুষদের জমি রক্ষার্থে মেঘনা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (তাজ) অনেক বছর যাবত আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।