মেঘনা নির্বাহী অফিসারের নদী পথে ঝোপ সরানোর অনুরোধ

SHARE

meghna nirbahi officerওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,০৯ আগস্ট : কুমিল্লা মেঘনা উপজেলার নির্বাহী অফিসার আফরোজা পারভীন নদী হতে অবৈধভাবে ঝোপ সরানোর জন্য লিখিত অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন,নদীতে অবৈধ ঝোপ দেয়ার ফলে মাছ প্রজনন ব্যহত হচ্ছে। ঝোপের মধ্যে কচুরিপানা আটকানের ফলে নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে করে জনসাধারনের নৌ-পথে পণ্য পরিবহন ও যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। জনসাধারনের নৌ-পথে চলাচলের সুবিধার্থে নদীর স্বাভাবিক গতিপথ বজায় রাখার স্বার্থে আগামী তিন দিনের মধ্যে আপনাদের ঝোপ সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনায় মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।zaq