বিশ্বজিৎ হত্যার রায়ে অসন্তুষ্ট পরিবার

SHARE

bisso@abnews_92972ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আদালত প্রতিনিধি,০৭ আগস্ট : পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং অপর দুজনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে এ রায়ে অসন্তুষ্ট বিশ্বজিতের পরিবার।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকার ভিক্টোরিয়া পার্কের নিকট নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার অনন্ত দাসের ছেলে ঢাকার শাখারী বাজারের আমন্ত্রণ টেইলার্সের ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর নিম্ন আদালত ২১ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। সে রায়ে আট জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে স্বাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে রোববার উচ্চ আদালত ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের ফাসির রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস প্রদান করেন। নিম্ন আদালতে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ১৩ আসামির মধ্যে ১১ জনের ব্যাপারে আদালত কোন মন্তব্য করেনি। তবে আপিল করা দুই আসামিকে উচ্চ আদালত খালাস প্রদান করেছে। এ রায় শোনার পর বিশ্বজিতের পরিবার এক প্রতিক্রিয়ায় জানায় তারা এ রায়ে সন্তুষ্ট হতে পারেনি।

এ ব্যাপারে বিশ্বজিতের মা কল্পনা রানী দাস বলেন, ‘আমার বিশ্বজিৎকে যারা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে। তাদের শাস্তির রায় আমি যেন দেখে যেতে পারি। উচ্চ আদালতের রায়ে আমরা খুশি হতে পারিনি।’

বিশ্বজিতের বাবা অনন্ত দাস বলেন, ‘উচ্চ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা সরকারের কাছে দাবি করছি নিম্ন আদালতের রায় বহাল রেখে খুনিদের শাস্তি কার্যকর করা হোক।’