ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,এম এইচ বিপ্লব সিকদার,০৫ আগস্ট : কুমিল্লা মেঘনা উপজেলায় ব্রাম্মন চর নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দখলের অভিযোগ উঠেছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এস এম মূসা বরাবরে বিদ্যালয়ের উত্তর সিমানা ঘেষে বাড়ির সিরাজ মিয়ার ছেলে মো: হাসান,আছমতালীর ছেলে মো:রফিক মিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের উত্তর সিমানার ভূমি দেয়াল দিয়ে দখল এর লিখিত অভিযোগ করেন।
প্রেক্ষিতে উপসহকারী ভূমি কর্মকর্তা মো:কাইয়ূম, সার্ভেয়ার মো: আনিছ কে নির্দেশ দেন ভূমি মেপে বিষয়টি সমাধান করার জন্য।
বুধবার ২ আগষ্ট সার্ভেয়ার আনিছ এবংউপ সহকারী ভূমি কর্মকর্তা মো: কাইয়ূম এলাকার গন্য মান্য ব্যাক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অভিযুক্তদের সামনে জায়গা মেপে দেয়। মাপ অনুযায়ী বিদ্যালয়ের উত্তর সিমানা দেয়াল ছেড়ে প্রায় ১০ফুট ভিতরে যায় ভূমির পরিমান হবে প্রায় আড়াই শতক। এবিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা কায়ূম বলেন বিদ্যালয়ের মোট জায়গা ১৮শতক,এর মধ্যে মাপ অনুসারে আড়াই শতক জায়গা দেয়াল দিয়ে দখল করে রেখেছে।আমরা অভিযুক্তদের ১৫দিনের সময় দিয়েছি জায়গা ছেড়ে দেয়ার জন্য অন্যথায় আইনানুগ ভাবে বিদ্যালয়ের জায়গা দখল মুক্ত করবো।গ্রাম বাসীরা বলেন,দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের জায়গা দেয়াল দিয়ে দখলে রাখছে এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও চলা ফেরায় বিঘ্ন ঘটছে,আমরা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই বিদ্যালয়ের জায়গা অচিরেই যেন দখল মুক্ত হয় এবং কোমল মতী।শিশুরা খেলাধুলা ও চলাফেরা করতে পারে।