জেলা প্রশাসকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ‘সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হয় এমন কিছু করবেন না’

SHARE

president1_90630ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৭ জুলাই : অতি উৎসাহী হয়ে বিব্রতকর কিছু না করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘অতি উৎসাহী হয়ে এমন কিছু করবেন না, যাতে সরকার ও আমলাতন্ত্রকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।’

এসময় রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা অত্যন্ত দায়িত্বশীল ও সম্মানজনক পদে অধিষ্ঠিত। তাই দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন ও কৌশলী হতে হবে।’

সম্প্রতি একটি মামলা নিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন বরগুনার ইউএনও তারিক। তার বিরুদ্ধে অভিযোগ আসে বঙ্গবন্ধুর ছবিকে বিকৃত করার। বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকার সময় শিশুর আঁকা একটি ছবি স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে ব্যবহার করেছিলেন তিনি। এই ঘটনার পর বরিশাল ও বরগুনার জেলা প্রশাসক উভয়কে বদলি করা হয়েছে।

রাজধানী ঢাকায়  তিন দিনের সম্মেলনে অংশ নিতে আসা সারাদেশের জেলা প্রশাসকরা গতকাল বুধবার বঙ্গভবনে যান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে।

এসময় রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা অত্যন্ত দায়িত্বশীল ও সম্মানজনক পদে অধিষ্ঠিত। তাই দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন ও কৌশলী হতে হবে।’
‘সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হয় এমন কিছু করবেন না’
ভয়-ভীতি, প্রলোভন, অনুরাগ বা বিরাগের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, ‘মনে রাখতে হবে, প্রশাসন এখন উন্নয়নমুখী, গণমুখী। তাই পুরাতন আমলাতান্ত্রিক ধ্যান-ধারণা ছেড়ে দেশ ও জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিবেন।’

রাষ্ট্রপতি বলেন, ‘যে কোনো মূল্যে দুর্নীতি রোধ করতে হবে এবং যারা দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে।’

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকদের আরও সক্রিয় হতেও বলেন আবদুল হামিদ।

তিনি বলেন, ‘যে কোনো মূল্যে দুর্নীতি রোধ করতে হবে এবং যারা দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। জাতীয় স্বার্থে সরকারি সম্পত্তি, বন, নদী, পাহাড়, খাল ও উন্মুক্ত জলাশয় রক্ষা করতে হবে। পাহাড় কাটা ও নদী থেকে অপরিকল্পিত বালি উত্তোলন বন্ধ করতে হবে। পানির প্রবাহ ও আধার অক্ষুণ্ণ রাখতে হবে।’
‘সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হয় এমন কিছু করবেন না’
বঙ্গভবনের দরবার হলে আজ বুধবার এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, নওগাঁর জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মাৎ নাজমানারা খানুম বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদর সঙ্গে ছবি তোলেন।