৩০ ইউপির চেয়ারম্যান পদে বিএনপির ভরাডুবি

SHARE

image-40340ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৪ জুলাই :  দেশের ৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট ছিল বৃহস্পতিবার। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোট হয়েছে ৩০টিতে। এতে ভরাডুবি হয়েছে বিএনপির। তারা জিতেছে কেবল তিনটিতে। বাকিগুলোতে নিকটমত প্রতিদ্বন্দ্বী হিসেবেও উঠে আসতে পারেননি বিএনপির প্রার্থীরা।

৩০ ইউনিয়নের মধ্যে বরিশালের সাতটিতে ভোট গ্রহণের মাঝামাঝি বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। বাকি ইউনিয়নে কোনো অভিযোগ করেনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

নির্বাচনে জিতলেও ক্ষমতাসীন দলের মধ্যে বিশৃঙ্খলার বিষয়টি উঠে এসেছে। কারণ, নৌকা প্রতীকে আওয়ামী লীগ জিতেছে মোট ২৩টি ইউনিয়নে। আর চারটি ইউনিয়নে মনোনয়ন না পেয়ে দাঁড়ানো দলের বিদ্রোহী প্রার্থী জিতে গেছেন। একাধিক নির্বাচনে বিজয়ী প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহীরাই।

৫৬টি ইউনিয়নের মধ্যে ২২টিতে সাধারণ এবং ৩৪টিতে উপনির্বাচনে ভোট হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্থগিত কেন্দ্র বা সদস্য পদে ভোট হয়েছে কোথাও কোথাও।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘দেশের জনগণ উন্নয়নের পক্ষে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে, এ কারণে তারা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করছেন।’

বহু চেষ্টার পরেও ক্ষমতাসীন দলে বিদ্রোহী প্রার্থী থেকে যাওয়ার বিষয়ে হানিফ বলেন, ‘অনেকক্ষেত্রে দেখা যায়, স্থানীয় পারিবারিক প্রভাবের কারণে বিভিন্ন জায়গায় কেউ কেউ প্রার্থী হয়। তবে জনগণের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।’

আ্ওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনে কে বিজয়ী হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে কি না। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর। এ জন্য আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সব প্রকারের সহযোগিতা করছি।’