দেশের ভেতরে বিমানযাত্রায় ছবিযুক্ত পরিচয়পত্র লাগবে

SHARE
biman_86442ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৫ জুলাই :  বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস নেয়ার সময় টিকেটের সঙ্গে ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
আইডি কার্ড হিসেবে ভ্যালিড পাসপোর্ট, ন্যাশনাল আইডি, স্মার্টকার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা কর্মজীবী ও শিক্ষার্থীদের স্ব স্ব-প্রতিষ্ঠানের আইডি কার্ড ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই প্রদর্শন করেত হবে
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩০ জুন একটি সার্কুলারে এই নির্দেশনা জারির পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ বিভাগের) শাকিল মেরাজ বলেন, ‘চিঠিটা বিমান গতকাল মেইলে পেয়েছে। নির্দেশনাটি যতদ্রুত সম্ভব কার্যকর করতে বলা হয়েছে।’ দেশের ভেতরে বিমানযাত্রায় ছবিযুক্ত পরিচয়পত্র লাগবে
আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হলেও অভ্যন্তরীণ রুটে কেবল টিকেট থাকলেই বোর্ডিং পাস, অর্থাৎ উড়োজাহাজে চড়ার অনুমতি পাওয়া যেত।
এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের টিকেটের সঙ্গে তাদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে।
এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তাদের চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস) চৌধুরী জিয়াউল কবির বলেন, ‘নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যিনি টিকিট কাটছেন তিনিই ভ্রমণ করছেন কিনা তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেয়া হয়েছে।’
অভ্যন্তরীণ রুটে চলাচল করে এমন সব উড়োজাহাজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে বলে জানান তিনি।