ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী

SHARE

60_85266ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৬ জুন : সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, সেটাই আমরা চাই। ঈদের দিনে সকলের প্রতি মোবারকবাদ জানাই।’

আজ সোমবার ঈদের দিন সকাল ১১টার দিকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ঈদ এবার অত্যন্ত সুন্দর ভাবে হচ্ছে।’

সারা দেশে এবার নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত সম্পন্ন হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর রহমতে অত্যন্ত ভালভাবে ঈদের জামাতগুলি শেষ হয়েছে। কোনোরকম অঘটন ঘটেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।’
ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী
গণভবনে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এবারের ঈদ অত্যন্ত ভালভাবে গেছে আল্লাহর রহমতে, শান্তিপূর্ণভাবে। প্রত্যেকটা ঈদের জামায়াত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’

এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দেশবাসী যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য প্রত্যেক এলাকার মানুষ সচেতন ছিল, সচেষ্ট ছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা মাস রোজা রাখার পর সবার জন্য এই ঈদ খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।’

তিনি বলেন, ‘নারী-পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ-বনিতা সকলকে আমি এটুকুই বলব, সকলের সহযোগিতা আমরা চাই। এই বাংলাদেশকে যেন আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বিশ্বে উন্নয়নের রোল মডেল বিবেচিত হচ্ছে। বাংলাদেশ মর্যাদা ফিরে পেয়েছে; যে মর্যাদা হারিয়েছিল ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর, আজকে আবার বাংলাদেশ জেগে উঠেছে।’
ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, আজ সোমবার সকাল সাড়ে ৯টার পর গণভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। এরপর আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী
শুভেচ্ছা বিনিময়ে ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

এ ছাড়া সামজের দুস্থ শ্রেণীর মানুষও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়েছেন।