লন্ডনে মসজিদের কাছে পথচারীদের ওপর হামলা

SHARE
london-home_84048ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আন্তর্জাতিক প্রতিনিধি,১৯ জুন : ব্রিটেনের লন্ডনে একটি মসজিদের কাছে পথচারীদের ওপরে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। লন্ডনের পুলিশ এ হামলাকে ‘গুরুতর ঘটনা’ বলেই মনে করছে।
উত্তর লন্ডনের সেভেন সিস্টার রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে ঘটা এ ঘটনার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। এটি ব্রিটেনের অন্যতম বড় মসজিদ।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাত ১২টা ২০ মিনিটে (স্থানীয় সময়) পুলিশকে খবর দেয়া হয় এবং তারপর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ওপর তুলে দেয়া হয়েছে বলে দাবি করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। লন্ডনে মসজিদের কাছে পথচারীদের ওপর হামলা
এমসিবি জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। আহতদের অনেকেই রাতের নামাজ শেষে বের হচ্ছিলেন। যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ফিঞ্চবুরি পার্কে পথচারীদের প্রচণ্ড বেগে আঘাত করেছে একটি গাড়ি। এ ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। সংস্থাটির উপ-পরিচালক কেভিনবেট বলেন, আমরা কয়েকজন অ্যাম্বুলেন্স কর্মী, দক্ষ প্যারামেডিক ও বিশেষ দল পাঠিয়েছি। এছাড়া লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের ট্রমা টিমও সেখানে গেছে। লন্ডনে মসজিদের কাছে পথচারীদের ওপর হামলা
অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হতাহতদের সাহায্য করতে এগিয়ে আসছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্থানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। সবাই চিৎকার করছিলো।
সিনথিয়া ভ্যানজেলা নামের এক ব্রিটিশ টুইটারে জানান, দৃশ্যটি সত্যি ভয়ংকর ছিলো। মাটিতে শুয়ে থাকা আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল পুলিশ।