ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ জুন : চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবি এবং চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলার প্রতিবাদে আজ সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে চিকিৎসকরা। গতকাল বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
এ ব্যাপারে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, সারাদেশে চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ও চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবীতে আমরা এ কর্মসূচি নিয়েছি। এর আগেও প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, আমাদের দাবি বাস্তবায়নে বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্তে আজ সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে। তবে এসময় সব ধরণের জরুরি চিকিৎসা অব্যাহত থাকবে।