১২ জুন থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৭ জুন : ঈদ উপলক্ষে আগামী ১২জুন থেকে বাসের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যে পরিবহন মালিক সমিতির বৈঠকে এ তারিখ থেকে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতি বছরের মতো এবারও বাসের কোন অগ্রিম টিকেট বিক্রি হবে না।

এদিকে, এবারের ঈদে বাসযাত্রীদের টিকেটের চাহিদা বেশি ২২, ২৩ ও ২৪ জুনের। বাস মালিকরা জানিয়েছেন, এখন থেকেই কাউন্টারে খোঁজ নিতে শুরু করেছেন যাত্রীরা। অনেকেই অগ্রিম টিকেট বুকিং দেয়ারও চেষ্টা করছেন।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল জানান, ইতোমধ্যে আমাদের সমিতির বৈঠক হয়েছে। বৈঠকে সবাই দ্রুত সময়ের মধ্যে টিকেট বিক্রির পক্ষে মতামত তুলে ধরেছেন। তাই ১২ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। সকাল ৯টা থেকে দিনভর টিকেট বিক্রির কথা জানান তিনি।

সোহাগ পরিবহনের কর্ণধার সোহেল বলেন, আমাদের কাছে যতক্ষণ টিকেট থাকবে ততোক্ষন বিক্রি হবে। টিকেট কালোবাজারী ও বাড়তি ভাড়া রোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। বলেন, কোন বাস কোম্পানী যদি বাড়তি ভাড়া আদায় করে তবে সমিতির পক্ষ থেকে কোম্পানীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মহিলাদের জন্য পৃথক বুথ স্থাপনের কথাও জানান তিনি। এদিকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির সময় নির্ধারণের জন্য বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ২২ ও ২৩ জুন বাড়ি ফেরার জন্য সবচেয়ে ভালো সময় বলে ধরা হচ্ছে। কারণ ২৭ জুন হচ্ছে মঙ্গলবার। ওই দিন ঈদ হলে আগের দিন সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে। এর আগে ২২ জুন বৃহস্পতিবার। পরদিন ২৩ ও ২৪ জুন শুক্র ও শনিবার নিয়মিত ছুটি থাকে।

বাস ও ট্রেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ জুন ঈদ হলে সবচেয়ে বেশি চাপ থাকবে ২২ ও ২৩ তারিখের টিকিটের। ২২ জুন বৃহস্পতিবার। ওই দিন সরকারী চাকরিজীবীসহ অনেক বেসরকারী প্রতিষ্ঠানের চাকরিজীবীরা শেষ কর্মদিবস ধরে অফিস শেষে ঢাকা ছাড়বেন। যাঁরা এই দিনের টিকেট পাবেন না, তাঁরা পরদিন অর্থাৎ শুক্রবার ঢাকা ছাড়বেন। এ ক্ষেত্রে কম চাপ আছে ২৪ থেকে ২৬ জুনের টিকিটেরও।

ঈদে বাড়ি ফেরার ক্ষেত্রে যাত্রীদের অনেকে ২২ জুনকে শেষ কর্মদিবস ধরে টিকেট কিনতে আগ্রহী। যত আগে যেতে পারবেন, তত বেশি দিন পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাতে পারবেন এমন ভাবনা তাঁদের। তবে কেউ কেউ ভিড় এড়াতে একটু পরেই যেতে চান। বেসরকারী একটি প্রতিষ্ঠানে কাজ করা রতন পন্ডিত জানান, ইচ্ছে আছে ২২ তারিখ রাতে বাড়ি যাবার। সবকিছু ঠিক থাকলে এ তারিখেই যাব। রামপুরার বাসিন্দা নাজমুল জানান, দিনাজপুর যেতে চাই ২৩ তারিখ। যদি সমস্যা হয় তাহলে ২৪ তারিখ তো অবশ্যই যাব। আগে ছুটি পেলে তো কথাই নেই। সোহেল জানালেন, নেত্রকোনার মোহনগঞ্জ যাবেন তিনি। ট্রেনের অগ্রিম টিকেট হাতে পেলে ২৩ তারিখ রাতেই ছুটবেন বাড়ির পথে।

সহজ ডটকম নামের একটি অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান অনলাইনে নির্দিষ্ট কিছু বাসের টিকেট বিক্রি করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ২৮টিরও বেশি বাস কোম্পানির টিকেট অনলাইনে বিক্রি করে। কলসেন্টারে ফোন করে বা অনলাইনে কেউ চাহিদা দিতে পারেন। এই সেবা পেতে ১৬৩৭৪ নম্বরে কল করতে হবে।