নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশীয় একটি রিভলবার, ৫৪টি দেশীয় অস্ত্র ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার ও অস্ত্রশস্ত্রাদি উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানায় ১৭, লোহাগড়া থানায় ১৭, কালিয়া থানায় ১০ এবং নড়াগাতী থানায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি রিভেলবার, ৩৮টি সুড়কি, আটটি ঢাল, পাঁচটি রামদা, দুটি ছ্যানদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।