ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩১ মে : বরগুনার পাথরঘাটার ট্রলার মালিকরা ঘূর্ণিঝড় মোরার কারণে হটাত করেই সতর্কতা সংকেত বাড়লেও গভীর সমুদ্রে থাকা জেলেদের সে খবর জানাতে পারেননি তারা। এ কারণে হুমকির মুখে রয়েছে শতাধিক ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন।
পাথরঘাটা উপজেলার পদ্মা, হরিণঘাটা, রুহিতা, বাঁদুরতলা, কালমেঘা ও কাকচিড়া এলাকার শতাধিক ট্রলারের কয়েকশ’ জেলের পরিবার উৎকণ্ঠার ভেতর দিয়ে রাত কাটিয়েছে। জানা গেছে, বিশখালী ও বলেশ্বর নদীতে ঘূর্ণিঝড় ‘মোরার’ প্রভাবে কোনো ট্রলারের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাথরঘাটার যে জেলেরা গভীর সমুদ্রে ছিল তারা মোরার প্রভাবে সাগর উত্তাল থাকায় তারা বাড়িতে ফিরতে পারেনি।
মোরার তাণ্ডবে চট্টগ্রামের বাঁশখালীর উপকূলে ১০ সহস্রাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। এ ছাড়াও ফসলি জমি ও লবণ মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বাতাসের বেগে বিভিন্ন এলাকায় গাছের ডালপালা ভেঙে গিয়ে বাড়িঘরসহ বৈদ্যুতিক তারের উপর পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাঁশখালীর উপকূলীয় অঞ্চল খানখানাবাদ, গণ্ডামারা ও ছনুয়ার মানুষজন।
এ দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাঁশখালীর শেখেরখীল এলাকার আবু হানিফের মালিকানাধীন এফবি ইশার ২২ মাঝি-মাল্লা ঝড়ের কবলে পড়ার পর ১৮ মাঝি-মাল্লাকে কুতুবদিয়া থেকে উদ্ধার করতে সক্ষম হলেও চার মাঝি-মাল্লাসহ এফবি ইশা উদ্ধার করা সম্ভব হয়নি।
সৌজনে – দৈনিক বাংলাদেশ প্রতিদিন