ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ মে : রাজধানী ঢাকা থেকে খুলনা হয়ে ভারতের কলকাতার রুটে আজ থেকে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। গ্রীনলাইন পরিবহণ ও বিআটিসির যৌথ উদ্যোগে একদিন পরপর এই বাসটি ঢাকা-কলকাতায় যাত্রী বহন করবে। এই কোচটি খুলনা থেকেও যাত্রী ওঠাবেন। আজ সোমবার সকাল ৭টায় কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) আন্তর্জাতিক বাস টার্মিনালে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ঢাকা থেকে মাওয়া হয়ে এটাই প্রথম কলকাতার সঙ্গে চালু হওয়া সরাসরি বাস সার্ভিস।

প্রতিবার সোমবার, বুধবার ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে এই বাসটি ছাড়বে। আর কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। রাত ৮টায় বাসটি ঢাকায় পৌঁছাবে। ১৯৯৮ সালে প্রথম ঢাকা-কলকাতা মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। ২০১৫ সালে প্রথম কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। এই বাসে ঢাকা হতে ৩৬ জন ও খুলনা হতে ৪ জন যাত্রীসহ মোট ৪০ জন যাত্রী থাকছে বলে কর্তৃপক্ষ জানায়। গত ৮ এপ্রিল খুলনা-কলকাতা রুটে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ও বাস সার্ভিস চালু হয়।