স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ সরবরাহের কাগজ নেই

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৬ মে : গুলশানের আপন জুয়েলার্সের শোরুমে সোমবার পরিচালিত শুল্ক গোয়েন্দার অভিযান শেষ হয়েছে। এতে শুল্ক গোয়েন্দার দল ২১১.৪০৮ কেজি স্বর্ণ এবং ৩৬৮ গ্রাম ডায়মন্ড উদ্ধার করেছে। আটককৃত স্বর্ণ ও ডায়মন্ডের মোট মূল্য ৯৩ কোটি ৫৫ লাখ টাকা। এই বিপুল পরিমাণ স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ সরবরাহের কোন কাগজ দেখাতে পারেননি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। এগুলো পরবর্তী কার্যক্রমের জন্য আইনানুগভাবে সাময়িক আটক করে দোকানের ভল্টে সিলগালা করে রাখা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মো. সাইফুর রহমান। বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও দোকান মালিক সমিতির প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।