ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,২৭ এপ্রিল : চাঁপাইনবাবগঞ্জের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ রাতের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টা ৫ মিনিটে স্থগিত করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ (এসএজি)-এর উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার ঘটনাস্থলের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অভিযান আবারও শুরু করা হবে।
ভেতরে কয়জন জঙ্গি রয়েছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনও ভেতরে প্রবেশ করতে পারিনি। সুতরাং কয়জন আছে তা বলতে পারছি না।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘জঙ্গিরা চার থেকে পাঁচটি বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের ধারণা, এরা পুরাতন জেএমবির সদস্য।’ গোপনে খবর পেয়ে এখানে আভিযান চালানো হয় বলেও এসময় উল্লেখ করেন তিনি।
বুধবার ভোর সাড়ে ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। এরপর বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে সোয়াট টিমের সদস্যরা অভিযান শুরু করেন। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ঈগল হান্ট’।