ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিলেট প্রতিনিধি,২৬ এপ্রিল : একদিন আতঙ্কের পর জানা গেল, সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্সহোম স্কুলে পাওয়া টেপ মোড়ানো তার লাগানো বস্তুটি বোমা নয়।
ঢাকা থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সিলেট এসে আজ বুধবার বস্তুটি পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত করেছে।
বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছানোর পর বুধবার সকাল ৯টা থেকে কাজ শুরু করেন। সকাল ১১টার দিকে তারা স্কুল কর্তৃপক্ষকে জানান সেটি বোমা নয়।
তবে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেনি।
মঙ্গলবার ওই স্কুল ভবনের সিঁড়ির নিচে টেপ মোড়ানো বস্তুটি পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
প্রাথমিক পরীক্ষার পর র্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর জামসেদুর রহমান মঙ্গলবার বলেছিলেন, বোমা সদৃশ বস্তুটির ‘সার্কিটগুলো কাজ করছে’। আরো নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে।
স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বস্তুটি উদ্ধারের পর র্যাব সদস্যরা দেখতে পান সেটি বোমা নয়। কাগজ আর এয়ারফোনে লাল টেপ মুড়িয়ে সেটি বোমার মতো বানিয়ে রেখে দেয়া হয়েছিল।
এ ঘটনায় স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ‘আতঙ্ক ছড়ানোর জন্যই’ বস্তুটি সেখানে রাখা হয়েছিল।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, দশম শ্রেণির যে ছাত্র বস্তুটি সেখানে রেখেছিল, তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।