কোকো-৪ লঞ্চডুবির ঘটনায় মাস্টারসহ নয়জনের ৪ বছর কারাদণ্ড

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ এপ্রিল : কোকো-৪ লঞ্চডুবিতে ৮১ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় লঞ্চের মাস্টার শামসুল হকসহ নয়জনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে অবস্থিত নৌ-আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাম্মী হাসিনা পারভীন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লঞ্চের দ্বিতীয় শ্রেণির মাস্টার শামসুল হক, তৃতীয় শ্রেণির মাস্টার শহিদুল ইসলাম ভূঁইয়া, দ্বিতীয় শ্রেণির চালক মাকসুদ আহম্মেদ, সজল আরেফিন ইসলাম খান, হেলপার (সুকানি) আবুল কালাম, আব্দুল আজিজ, কেরানি টিটু, শামীম ও পরিদর্শক উজ্জ্বল।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি নয়জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কোকো-৪ লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স রহমান শিপ বাংলাদেশ লিমিটেডকে চার লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ারও আদেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ভোলার লালমোহনের নাজিরপুরে ২০০৯ সালে কোরবানির ঈদের যাত্রী নিয়ে ডুবে যায় কোকো-৪ লঞ্চ। ওই ঘটনায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়।