ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ এপ্রিল : প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫শ’ ৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ ২০ হাজার ৪শ’ ২ কোটি টাকার ১৩ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সবচেয়ে বড় প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৬২ কোটি টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ৩ হাজার ৩শ’ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর পায়রা থেকে গোপালগঞ্জ ৪শ’ কেভি সঞ্চালন লাইন ও গোপালগঞ্জে ৪শ’ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প ও ১২ টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্প।