পাঠ্যবইয়ে ভুলের কারণে আরও ৪ কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৫ এপ্রিল : ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় জড়িত আরও চার কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এনিয়ে এ ঘটনায় মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে নতুন করে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, ওই চার কর্মকর্তাকে ঢাকার বাইরের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তারা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

চার কর্মকর্তার মধ্যে এনসিটিবির সদস্য অধ্যাপক মো. আবদুল মান্নানকে ঝিনাইদহের সরকারি কে সি কলেজে, এনসিটিবির সম্পাদক সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকারকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, এনসিটিবির বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোসলে উদ্দিন সরকারকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এবং বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মো. হাননান মিঞাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে চারজনকেই বৃহস্পতিবারের মধ্যে বর্তমান কর্মস্থল এনসিটিবি থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় এনসিটির নয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার। তবে ভুল-ত্রুটি সংশোধন করে এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংশোধনী পাঠানো হয়নি।

এর আগে পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে প্রধান করে চার সদস্যের ওই তদন্ত কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া এনসিটিবিও একটি তদন্ত কমিটি করেছিল। মঙ্গলবার রাতে আরেক আদেশে এনসিটিবির সচিব মো. ইমরুল হাসানকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়। এনসিটিবির গবেষণা কর্মকর্তা রেবেকা সুলতানা লিপিকে পাঠানো হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। এনসিটিবির তদন্ত কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে এনসিটিবির প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার এবং ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে ওএসডি করা হয়েছে। আর এনসিটিবির আর্টিস্ট কাম ডিজাইনার সুজাউল আবেদীনকে সাময়িক বরখাস্ত করে রেখেছে মন্ত্রণালয়।