আত্মঘাতীর কাঁধে পাওয়া ব্যাগ পরীক্ষা করছে পুলিশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ মার্চ : রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় নিহত যুবকের কাছ থেকে উদ্ধারকৃত একটি কালো ব্যাগ পরীক্ষা করছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। আত্মঘাতী বিস্ফোরণে নিহত যুবকের কাঁধে ওই কালো ব্যাগটি ছিল।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন, মরদেহের পাশে একটি বোমা পাওয়া গেছে। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের শব্দে যাতে কেউ ভয় না পান এ জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। আইজিপি ও র‍্যাবের ডিজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশের ক্রাইম সিন ইউনিট মরদেহ ও আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারী কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য কি না তা এখনও জানা যায়নি।
এদিকে ঢাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠি।
গোষ্ঠির সংবাদ মাধ্যম আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।