মেঘনাতে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,মেঘনা (কুমিল্লা), ১৭ মার্চ : “বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭খ্রি. উদযাপন উপলক্ষে মেঘনা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীর এর নেতৃত্বে উপজেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমীর এর সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালামে প্রধান অতিথি করে উপজেলা পরিষদ  হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকারচর মডেল সরকারি প্রা. স্কুলের কাবদল লিডারের বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভাশুরু হয়। এ সময় উপস্থিত থেকে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে গুরুত্বপূুর্ণ বক্তব্য রাখেন,মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম,মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা অফিসার, পিআইও আইমিন সুলতানা, যুবউন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়,আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা  প্রমুখ।