ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ফরিদপুর প্রতিনিধি,১৭ মার্চ : জেলার সালথা উপজেলায় আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার বল্লভদি ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতে তারা আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা সেন্টু শেখ আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাত ২টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন ফরিদা বেগম (২৫) ও তার মেয়ে রাবেয়া বেগম (৪)। দগ্ধ ব্যক্তির নাম সেন্টু শেখ (৩৫)। তিনি নিহত ফরিদার স্বামী।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, পূর্ব ফুলবাড়িয়া গ্রামের সেন্টু শেখের ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হন সেন্টু শেখ।